প্রিয় উপাসক-উপাসিকা ও জ্ঞাতীগণ,
আপনাদের সকলকে অভীব আনন্দের সাথে জানাচ্ছি যে, আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহারে আগামী ৬ই ও ৭ই জুলাই ২০২৫, রবিবার এবং সোমবার যথাযোগ্য মর্যাদায় গুরুদেব পূর্ণজ্যোতি মহাথের মহোদয়ের ৮০তম পুণ্যময় জন্মতিথি উপলক্ষে হীরক জয়ন্তীর আয়োজন করা হচ্ছে।
ভদন্ত পুণ্যজ্যোতি মহাথের মহোদয় ১৯৪৬ সালের ৭ই জুলাই, রাঙ্গুনীয়া নজরেরটিলা গ্রামে রাঙ্গুনীয়া কলেজের অন্যতম ভূমিদাতা স্বর্গীয় রোহিণিরঞ্জন মুৎসুদ্দীর পরিবারে জন্মগ্রহণ করেন।
২৯ বছর বয়সে পুজ্য সংঘরাজ ভদন্ত জ্ঞানশ্রী মহাথের মহোদয়ের নিকট প্রব্রজ্যিত হয়ে ধর্মপুর গ্রামে উপসম্পদা লাভ করেন। অতঃপর গহিরা অংকুরঘোনা, আবদুল্লাপুর, হলদিয়া, চন্দ্রঘোনা, সহ অনেক প্রতিষ্ঠানের সংস্কার সাধন করে "কর্মবীর" উপাধি প্রাপ্ত হন। রাঙ্গামাটি তে শ্রদ্ধেয় বনভান্তের নিকট দুই বছর ভাবনা প্রশিক্ষন নিয়ে গহিরা অংকুরঘোনা মহাশ্মশান ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠাও গুরুভান্তের অমূল্য অবদান। পরিবেশ প্রেমী কর্মবীর পূর্ণজ্যোতি মহাথের মহোদয় বৃক্ষায়নে রাষ্ট্রীয় পুরস্কারও অর্জন করেন। হ্যামিল্টনগঞ্জের বুদ্ধ বিহার প্রতিষ্ঠাও গুরুদেবের আদেশে সম্পন্ন হয়েছে। বর্তমানে ত্রিপুরার ছামনু অজন্তা বুদ্ধ বিহারের অধ্যক্ষ হয়ে ৭৯ বছর বয়সেও বিহারের উন্নয়ন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন।
ব্যক্তিগত কোন ব্যাঙ্ক একাউন্ট হীন, নিরলস কর্মী, নীরব সাধক, প্রচার বিমুখ ভারত-বাংলার এহেন মহান সঙ্ঘ পুরোধা আগামী ৭ই জুলাই ২০২৫, সোমবার ৮০ বছরে পদার্পণ করবেন। কাকতালীয় ভাবে ঐদিন আমারও ৫০তম জন্মদিন। গুরু-শীষ্যের এই জন্ম মুহুর্তের বিশেষ বছর গুলোকে স্মরণীয় করে রাখার জন্য এবং ১০ই জুলাই আষাঢ়ী তথা গুরু পূর্ণিমার ঠিক তিনদিন পূর্বে ৭ই জুলাই আমার গুরুপূজা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকতার সাথে আমন্ত্রণ ও নিমন্ত্রণ জানাচ্ছি। এই জন্ম- জয়ন্তী অনুষ্ঠানে আমাদের উত্তরবঙ্গের সকল মাননীয় ভিক্ষুসংঘ সহ, মহামান্য সঙ্ঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত রতনজ্যোতি মহাথের মহোদয়, কলকাতা, বুদ্ধগয়া, আসাম ও ত্রিপুরার থেকে প্রায় পঞ্চাশজন ভিক্ষু-লামাগণ উপস্থিত থাকার সম্ভাবনা আছে।
আশা রাখছি, সরকারী ছুটির দিন নাহলেও আগামী ৭ই জুলাই ২০২৫, সোমবার আপনাদের অনেককে আমি হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহারে পাশে পাবো আমাদের গুরুপূজা অনুষ্ঠানে।
আমন্ত্রণে- ডক্টর অরুণজ্যোতি মহাথের,
RSVP- +91 7001518436
NB- দূরাগত অতিথিদের তিনদিনের আহারের ব্যবস্থা থাকবে।
PROGRAMMES:-
6th July 2025, Sunday.
3pm - Naba Ratna Sutrapath (NAVA GRAHA PARITTAM) By Holy Sangha,
4pm- Peace Procession With Jayanti Nayakas, ( Punyajyoti Buddha Vihar to Hamiltonganj BDO Office). with Band Party and Horse Car.
6pm General Meeting of UTTARBANGA Bhikkhu Sangha.
7th July 2025, Monday
6 am- Morning Prayer for World Peace,
7am- Breakfast for Monks and Devotees,
9.30am - Reception to Hon'ble Sangha in the Dias,
10am - Felicitation & Maha Sanghadan & Buddha Puja
11am Lunch For Bhikkhu Sangha, ( Programme will Continuing),
1.30pm- Lunch For Devotees,
3pm Dhamma Cakka Pavattan Sutta Path,
5pm- Cloth & Food Distribution to Needy Peoples.
0 Comments